স্পোর্টসকে পেশা হিসেবে বাস্তবায়ন করতে শিক্ষা কারিকুলামে যুক্ত করতে চাই: তারেক রহমান
- ২৯ মে ২০২৫, ১৫:৫৭
স্পোর্টসকে পেশা হিসেবে বাস্তবায়ন করতে বিএনপি কাজ করবে বলে জানিয়েছেন দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আর কথামালার রাজনীতি নয়, দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি করতে হবে আমাদের। বিএনপি সরকার গঠন করার প্রথম দিন থেকে বেকার সমস্যা দূর করতে কাজ করবে। দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে।
আজ বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, স্পোর্টসকে পেশা হিসেবে বাস্তবায়ন করার লক্ষ্যে শিক্ষা কারিকুলামে যুক্ত করতে চাই। আরবি, মেন্ডারিন, জার্মানি ভাষা শিখতে পারলে বিশ্ববাজার চাহিদা বেড়ে যাবে। তাই ভাষা শিক্ষার জন্য ৩ মাস থেকে ১ বছরে ভাষা কোর্স চালু করা হবে। এ ছাড়াও আইসিটি ও কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হবে।
তিনি বলেন, বিশ্বের অনলাইন প্ল্যাটফর্মকে সামনে রেখে আমাদের দেশে ক্ষুদ্র, মাঝারি শিল্পের জন্য কাজ করতে পারি। ই-কর্মার্সের চাহিদা মিটিয়ে কিভাবে বিশ্ববাজারে প্রবেশ করা যায় সে ব্যাপারে বিএনপি কাজ করবে।
এর আগে বেলা ৩টার দিকে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হয় বিএনপির তিন সংগঠন আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজক।