নতুন জ্ঞান সৃষ্টিই শিক্ষকের প্রধান দায়িত্ব: কুবি উপাচার্য

কুবি উপাচার্য
কুবি উপাচার্য © সংগৃহীত

নতুন জ্ঞান সৃষ্টি করে তা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল কাজ—এমন মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

মঙ্গলবার (২৮ মে) কুবির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ২৮৩ জন শিক্ষকের মধ্যে ১০১ জনের প্রোফাইল খালি পড়ে আছে, যা আমাদের আন্তর্জাতিক পরিচিতিকে ক্ষতিগ্রস্ত করছে। ক্লাস নেওয়াই কেবল শিক্ষকের কাজ নয়—নতুন জ্ঞান উৎপাদন ও বিতরণই মূল দায়িত্ব।”

তিনি আরও বলেন, “একটি বিভাগে মাত্র ৫ জন শিক্ষক দিয়ে ৭টি ব্যাচ চালানো হচ্ছে। এতে গবেষণার পরিসর সীমিত হয়ে পড়ে। ঢাবিতে ছুটির সময়ও শিক্ষক নিয়োগ দিয়ে একাডেমিক কার্যক্রম চালু রাখা হয়, কিন্তু আমাদের সে সুযোগ নেই। সরকারের তরফ থেকে বিশেষ সহায়তা না পাওয়ায় এক্ষেত্রে আমরা পিছিয়ে। তবুও আমাদের শিক্ষকরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করে চলেছেন, এজন্য তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।”

কুবি উপাচার্য বলেন, “আজ ২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১৯ বছরে পদার্পণ করেছে। চব্বিশের আন্দোলনে যে দুর্নীতি ও স্বৈরাচারবিরোধী চেতনা গড়ে উঠেছিল, তা আমাদের পথ দেখায়। সরকার আমাকে একটি দায়িত্ব নিয়ে এখানে পাঠিয়েছে। আমি আশাবাদী, বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আমরা কার্যকর পদক্ষেপ নিতে পারবো।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম। সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এম এম শরিফুল করীম।