থমথমে পরিস্থিতি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে, চিকিৎসাসেবা বন্ধ
- ২৮ মে ২০২৫, ১৯:২৫
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের সঙ্গে জুলাই আহতদের সংঘর্ষের জেরে হাসপাতালের সকল চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার (২৮ মে) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দুপুরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও জুলাই আহতদের ধস্তাধস্তি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত না আসা পর্যন্ত চিকিৎসাসেবা কার্যক্রম স্থগিত থাকবে।
সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের প্রবেশ ও বাহিরের গেট তালাবদ্ধ। অনেক রোগী ও তাদের স্বজনরা গেটের বাইরে অপেক্ষা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র্যাব, আনসার, কোস্টগার্ড ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। এ সময় জুলাই আহতদের একটি দল হাসপাতালের মূল ফটকে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।
জানা গেছে, গত দুই দিনে হাসপাতালে দুটি অপ্রীতিকর ঘটনার পর নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা আজ সকাল থেকে কাজ বন্ধ রাখেন। সকাল ১১টার দিকে জুলাই অভ্যুত্থানে আহতদের একটি দল হাসপাতালের কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় সেখানে উপস্থিত রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ বাঁধে।
আরও পড়ুন: ক্যাম্পাসে ‘মব’ সৃষ্টি করে বৈষম্যবিরোধী আহ্বায়কের ওপর ছাত্রদলের হামলা, দৃশ্য সিসি ক্যামেরায়
এ বিষয়ে ডা. খায়ের আহমেদ বলেন, ‘আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এমন অবস্থায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। তাই আমরা বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছি এবং হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ করেছি।’