জাবিতে শেখ পরিবারের নামে মুছে ফেলা চার হলের নতুন নাম আহ্বান
- ২৮ মে ২০২৫, ১৭:৩০
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারটি আবাসিক হলের নতুন নাম প্রস্তাব আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: আজহারের খালাসের রায়কে ‘প্রহসনের সাক্ষী’ বললেন ব্যারিস্টার জ্যোতির্ময় বডুয়া
এতে বলা হয়েছে, গত ১৭ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় চারটি হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে একটি সুপারিশ কমিটি গঠন করা হয়েছে। যারা অংশীজনদের মতামত নিয়ে নাম নির্বাচন করবে।
জানা যায়, গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, শেখ হাসিনা হল এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় হলগুলোর নাম নতুনভাবে নামে নামকরণ না করা পর্যন্ত হলগুলোর নাম সংখ্যার ভিত্তিতে ঠিক করা হয়। সংখ্যা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ১০ নাম্বার ছাত্র হল, শেখ রাসেল হল ২১ নাম্বার ছাত্র হল, শেখ হাসিনা হল ১৩ নাম্বার ছাত্রী হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম হয় ১৬ নাম্বার ছাত্রী হল।
হলের নাম প্রস্তাবের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলো কেবল আবাসনের স্থান নয়, এগুলো শিক্ষার্থীদের সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধ গঠনের ক্ষেত্র। তাই হলগুলোর নাম নির্বাচনেও আমরা চাইছি শিক্ষার্থীরা তাদের চেতনার প্রতিফলন ঘটাক।