ভোক্তা অভিযানে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
ডায়াগনস্টিক সেন্টারে অভিযান © টিডিসি ফটো

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে সদর হাসপাতাল ও শহীদ মিনার এলাকায় ভোক্তা অধিকারের অভিযানে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে চাঁদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে এ জরিমানা করা হয়। 

মেয়াদোত্তীর্ণ টেস্ট কিট ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী, নিউ মডার্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং ফেমাস ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার অঙ্গীকার করে। অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ কিটসমূহ ধ্বংস করা হয়।

এ ছাড়া নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—দোকানে পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদ না রাখা।

অভিযানে জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানা গেছে।