ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও ফিকহ বিভাগের নাম বদলের সিদ্ধান্ত
- ২৮ মে ২০২৫, ১৪:৫০
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুটি বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আইন অনুষদের অন্তর্ভুক্ত আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নাম পরিবর্তন করে আল ফিকহ অ্যান্ড ল এবং জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের নাম পরিবর্তন করে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি করার সুপারিশ করা হয়েছে।
সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের ২৬৭তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়৷ পরবর্তী সিন্ডিকেটে সুপারিশগুলো উত্থাপন করার পর চূড়ান্ত অনুমোদন পেলেই পরিবর্তিত নামগুলো কার্যকর করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, বিভাগের শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নাম থেকে আল ফিকহ অ্যান্ড ল রাখার সিদ্ধান্ত হয়। এখন পরবর্তী সিন্ডিকেটে অনুমোদন পেলে এটি কার্যকর হবে।
এদিকে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের নাম পরিবর্তনের ব্যাপারে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, এই বিভাগের নাম পরিবর্তনের বিষয়ে তিন অনুষদের বিজ্ঞান অনুষদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদের ডিনদের নিয়ে কমিটি গঠন করা হয়েছিল। অ্যাকাডেমিক কাউন্সিলে আগের নাম এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সিন্ডিকেটে অনুমোদন পেলে তা কার্যকর হবে।
আরও পড়ুন: সাত কলেজের ভর্তি পরীক্ষার তারিখ শিগগিরই, কমতে পারে আসন
তিনি আরও বলেন, ‘আমরা বিভিন্ন শিক্ষকদের ও শিক্ষার্থীদের সঙ্গে বসে পরামর্শ করা হয়েছে। রেজিস্ট্রার স্যার এ বিষয়ে অনেক খোঁজখবর নিয়েছেন। দেশের অন্ন্যো বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্ট কী নামে আছে, বিসিএসে কোড কী আছে, এসব খোঁজখবর নেওয়া হয়েছে। এখানে আরেকটা সুপারিশ হয়েছে, মাস্টার্সে জিওগ্রাফি ও এনভায়রনমেন্ট আলাদা করে পড়ানো। দুইটা যেহেতু আলাদা বিষয়। অনার্সে একসঙ্গে পড়বে, তবে মাস্টার্সে আলাদা করে পড়বে, এমন সুপারিশ করা হয়েছে।’
প্রসঙ্গত, এর আগে বিভাগের নাম পরিবর্তনের দাবিতে দফায় দফায় আন্দোলন করে আসছিলেন ওই দুটি বিভাগের শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে বিভাগে স্মারকলিপি, মানববন্ধন, প্রশাসন ভবন ঘেরাও এবং মেইন গেটে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পর্যন্ত পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।