এমপিও জালিয়াতির অভিযোগে ৫ মাদ্রাসা প্রধানকে শোকজ, বেতন বন্ধের শঙ্কা

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

এমপিও (মাসিক বেতন ভাতা) সংক্রান্ত জালিয়াতি ও নানা অনিয়মের অভিযোগে দেশের পাঁচটি মাদ্রাসার প্রধানদের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। অভিযুক্তদের এমপিও সাময়িকভাবে স্থগিত করা হতে পারে বলেও জানা গেছে।

সোমবার (২৬ মে) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) এবং এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সদস্য সচিব মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই শোকজ নোটিশ জারি করা হয়।

শোকজ পাওয়া মাদ্রাসা প্রধানরা হলেন- ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন দক্ষিন জয়নগর রহিমা বেগম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. নুরুল আমিন, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলাধীন মনোহরপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল জলিল, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলাধীন পাঁচগ্রাম এম. হক বালিকা দাখিল মাদ্রাসার সুপার আবদুল মোনায়েম, লালমনিরহাট জেলার পাঁটগ্রাম উপজেলাধীন আউলিয়ারহাট কাজী নিজামিয়া দাখিল মাদ্রাসার সুপার আছাদুজ্জামান ও গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাধীন চকশালাইপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন। 

শোকজ নোটিশে বলা হয়, সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধানরা কাম্য শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদন করেছেন, যা বিদ্যমান এমপিও নীতিমালার সরাসরি লঙ্ঘন। এমতাবস্থায়, কেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ১৬ জুন ২০২৫ তারিখের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।