আজ আবহাওয়া যেমন থাকবে
- ৩০ মে ২০২৫, ০১:৫২
দেশের বেশ কিছু অঞ্চলে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু ঢাকা বিভাগের পূর্বাঞ্চলসহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। আগামী ২৭ মে-এর মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (২৬ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার সন্ধ্যা থেকে অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ দেখা দিতে পারে। এই সময়ের মধ্যে দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন হবে না।
বুধবার সন্ধ্যার পর থেকে দক্ষিণাঞ্চলের (খুলনা, বরিশাল ও চট্টগ্রাম) কিছু অংশে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা আরও বাড়বে। এই সময় দক্ষিণাঞ্চলের দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, যদিও দেশের অন্যান্য অংশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবার একই ধরনের আবহাওয়া পরিস্থিতি বজায় থাকবে। দেশের অধিকাংশ অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত চলতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এই সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে অথবা প্রায় একই রকম থাকতে পারে।
সব মিলিয়ে, পাঁচ দিনব্যাপী এই আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে, যার মধ্যে কিছু জায়গায় ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।