১৭তম নিবন্ধনে উত্তীর্ণ ইনডেক্সধারীদের তথ্য চাইল মাউশি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের © ফাইল ফটো

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৩০ মে'র মধ্যে নির্ধারিত ছকে তথ্য পাঠাতে বলেছে কর্তৃপক্ষ। সোমবার (২৬ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক এস এম মোসলেম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির জন্য এনটিআরসিএ কর্তৃক ১৭তম নিবন্ধন সনদধারী কর্মরত এমপিওভুক্ত/ইনডেক্সধারী শিক্ষকদের তালিকা প্রেরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।’

আরও পড়ুন: শিক্ষক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা কলেজে চান না শিক্ষার্থীরা, বিক্ষোভের ডাক

এতে বলা হয়, এনটিআরসিএ কর্তৃক শুধু ১৭তম নিবন্ধন সনদধারী যে সকল প্রার্থী মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়ে এমপিওভুক্ত হয়েছেন, সে সব শিক্ষকদের তালিকা নির্ধারিত ছকে ইংরেজিতে প্রস্তুত করতে হবে। আগামী ৩০ মে’র মধ্যে সফট কপি addshesecondary2@gmail.com ই-মেইলে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।