ব্রাহ্মণবাড়িয়ায় হাঁস নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
- ২৭ মে ২০২৫, ২১:০২
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় হাঁসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৬ মে) উপজেলার খাদরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছ, মুন্সিবাড়ির গিয়াসউদ্দিন সরদারের বাড়ির পাশের একটি সরকারি খাস পুকুরে কাশেম নামের এক ব্যক্তির হাঁস গেলে বিল্লাল ও গিয়াসউদ্দিন পক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই গোষ্ঠীর মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ছানু বাড়ি, সাবুদ আলী বাড়ি, বড় বাড়ি ও আক্তার চেয়ারম্যান বাড়ির অন্তত ১০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে একাধিক বাড়িতে ভাঙচুর চালানো হয়। কুপিয়ে নষ্ট করা হয় গেট, ঘরের জানালা ও দরজা। ক্ষতিগ্রস্ত হয় তিনটি বৈদ্যুতিক মিটার। এমনকি পুকুরের পানিতে ফেলা হয় খাটের ম্যাট্রেস, বালিশ, ফ্রিজ, টিভিসহ অন্যান্য আসবাবপত্র।
অন্যদিকে বিল্লাল অভিযোগ করেন, আগের দিন কাশেমের লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় তার মেয়ের চোখে আঘাত করে, যার জেরেই এ সংঘর্ষের সূত্রপাত।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেনাবাহিনী ও পুলিশের তৎপরতায় এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।