ঈদযাত্রার শেষ দিনের ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

ট্রেন ও টিকিট
ট্রেন ও টিকিট © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে—এমন বিবেচনায় আগেভাগেই ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রার শেষ দিনের (৬ জুন) ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ।

আজ মঙ্গলবার (২৭ মে) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি। যাত্রীদের সুবিধার্থে সব টিকিটই অনলাইনে বিক্রি করা হচ্ছে।

এবার শুধুমাত্র ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ৩১৫টি। রেলওয়ের ঈদ প্রস্তুতি পরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।

এই পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে ৭ দিনের টিকিট অগ্রিম বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৩১ মে থেকে ৫ জুন পর্যন্ত প্রতিদিনের টিকিট আগের দিনগুলোতে পর্যায়ক্রমে বিক্রি হয়েছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রার আগে এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।