ছাত্রলীগ নেতা তোফায়েল এখন তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক 

তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদকে নিয়ে বিতর্ক
তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদকে নিয়ে বিতর্ক © সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সম্প্রতি তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। 

সম্প্রতি একাধিক সূত্র থেকে জানা গেছে, তোফায়েল আহমেদ এক সময় সক্রিয়ভাবে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। শুধু তাই নয়, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদীয় আসনভিত্তিক সমন্বয়ক টিমের সদস্য হিসেবে সুনামগঞ্জ (০৩) দায়িত্ব পালন করেছেন। এ সম্পর্কিত একটি পোস্ট বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশিত হয়েছিলো। 

এদিকে, ছাত্রলীগের একাধিক নেতা-কর্মীর সঙ্গে তার ছবি ও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতির চিত্র ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে প্রশ্ন উঠেছে, কীভাবে একজন সাবেক ছাত্রলীগ নেতা অতি অল্প সময়ের ব্যবধানে ছাত্রদলের নেতৃত্বের দায়িত্ব পেলেন?

আরও পড়ুন: তিতুমীর কলেজে বৈষম্যবিরোধীদের ওপর হামলা ছাত্রদলের, আহত ১৫

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তিতুমীর কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হামদে রাব্বি আকরামের অনুসারী। সংগঠনটির একাধিক নেতার সুপারিশেই তোফায়েল আহমেদকে ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সূত্র জানায়। 

এ বিষয়ে তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হামদে রাব্বি আকরাম বলেন, আমি জানতাম না তোফায়েল আগে ছাত্রলীগ করত। গতকালই শুনেছি। ক্যাম্পাসে ওর কোনো ছাত্রলীগ পদ ছিল না, ওর যে পরিচয় নিয়ে কথা উঠছে সেটা ওর এলাকার। আমি দেখেছি ছেলেটা ভাল, তাই সাথে রেখেছি। এটা যদি সত্যি হয়, দল সিদ্ধান্ত নেবে। ছাত্রলীগ আমারও শত্রু, সবার শত্রু। কমিটিতে আরও যারা ছাত্রলীগে আছে, আশা করি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ বিষয়টি অস্বীকার করে বলেন, আমি কখনোই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলাম না। ভাইরাল হওয়া ছাত্রলীগের যে প্যাডে আমার নাম রয়েছে, সেটি এডিট করা। আমি ছাত্রলীগের সময় কেবল সুনামগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাথে জড়িত ছিলাম। কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে, কারা করছে জানি না।

এই বিষয়ে জানতে চাইলে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন তথ্য-প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কথা জানান।