আমিরাতের কাছে সিরিজ হারে ‘কাউকে দোষারোপ’ করছে না বিসিবি
- ২৯ মে ২০২৫, ০০:২৬
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে থেকেও হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ হেরে সমালোচনার তীরে বিদ্ধ হয় টাইগাররা। তবে এ নিয়ে এতদিন নিশ্চুপই থেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
সোমবার (২৬ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, 'মাঠে গিয়ে খেলে ক্রিকেটাররা, কোচ আপনাকে শুধু শেখাতে পারবে। আসলে কাউকে দোষারোপ করার কিছু নেই। হেড কোচ, সালাউদ্দিন কিংবা আরও যারা আছে.... এটা নতুন একটা ইউনিট। একটু সময় দিলে বোঝা যাবে, তারা কেমন পারফর্ম করছে।'
তিনি যোগ করেন, 'আরব আমিরাতের কাছে হারায় আমাদের খারাপ লেগেছে কিন্তু এটা অবশ্যই খেলার অংশ। এটা মানতে হবে আমাদের। তবে আমি বিশ্বাস করি এই তরুণ ছেলেদের দুর্দান্ত প্রতিভা রয়েছে। আমাদের ধারাবাহিকতা বাড়াতে হবে এবং প্রায়োগিক দিকে উন্নতি করতে হবে।'
আসন্ন পাকিস্তান সফর নিয়ে মিঠু বলেন, 'দল ভালো আছে৷ তারা অনুশীলনে আছে। তারা ভালো আছে, সিচুয়েশন নরমাল। তারা খেলার জন্য মুখিয়ে আছে। পাকিস্তান সবসময় সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দেয় (খেলোয়াড়দের)। সেটা তারা সবসময়ই দেয়। এই নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কেউ বা আমাদের যে দল গেছে তারা কোনো অভিযোগ দেয়নি।'
দেশের ফুটবল প্রসঙ্গে মিঠুর মন্তব্য, 'ফুটবলের কথা বললে.... আসলে কোনোটার সঙ্গে অন্যটা তুলনা করা যায় না। ফুটবলে এখন একজন বড় খেলোয়াড় (হামজা চৌধুরী) এসেছে, একটা জোয়ার এসেছে। আমরাও এটাকে সাধুবাদ জানাই। যেরকম ফুটবলের জনপ্রিয়তা থাকা উচিত, সেরকম ক্রিকেটেরও জনপ্রিয়তা থাকা উচিত। কোনোটিতেই ভাটা বলে কোনো কথা নেই। আপনি পারফর্ম করবেন, ভালো খেলবেন, দেখবেন সমর্থকরাও আপনার পাশে আছে।'