হাজারীবাগে ছাত্র হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাফায়েত হোসেন ও তার বাবা
সাফায়েত হোসেন ও তার বাবা © সংগৃহীত

রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডে অবস্থিত একটি ছাত্র হোস্টেল থেকে মো. সাফায়েত হোসেন ইউসা (১৯) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সোমবার (২৬ মে) দুপুরে টেক-কেয়ার হোম নামের হোস্টেলের ষষ্ঠ তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাফায়েতের বাড়ি ফেনী সদর থানার দুলাল খান বাড়ি রোড এলাকায়। তিনি রাজধানীর জিগাতলার মনেশ্বর রোডের ৫/১/বি নম্বর বাসার একটি ছাত্রাবাসে থাকতেন।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব অর রশিদ বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং হোস্টেলের একটি ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাফায়েতের মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, সাফায়েত বিএফ শাহীন কলেজে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষায় রয়েছে পুলিশ।

সাফায়েতের খালা নাহিদা ইসলাম বলেন, “সে জিগাতলার হোস্টেলে থেকে পড়াশোনা করতো। ঠিক কী কারণে এমনটা করলো, আমরা জানি না।”