কাউকে না বলে হাসপাতাল থেকে চলে গেলেন বিষপান করা সেই ৪ যুবক
- ২৮ মে ২০২৫, ১৯:২৫
পুনর্বাসনসহ দুই দাবি পূরণে জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবক রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি থাকা অবস্থায় বিষপান করে এবং তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সোমবার (২৬ মে) আন্দোলন করতে কর্তৃপক্ষকে না জানিয়ে তারা হাসপাতাল ছেড়ে যান বলে জানা গেছে।
বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স নন্দিতা রায়।
এ বিষয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ৫২৬ নম্বর রুমের তত্ত্বাবধায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ জায়েদ হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গতকাল বিষপান করে ভর্তি হওয়া ৪ জনের বর্তমান শারীরিক অবস্থা উন্নতির দিকে আছে। আমরা তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছি। আমরা আগামীকাল পর্যন্ত তাদের পর্যবেক্ষণ করে রিলিজ দেওয়ার কথা ভাবতাম। তবে তার আগে না বলে হাসপাতাল থেকে চলে গেছেন তারা।’
আরও পড়ুন: জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান, হাসপাতালে ভর্তি
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিষপান করা চারজনের মধ্যে প্রথমে দুইজন কোনো অনুমতি না নিয়েই আন্দোলনে যোগ দিতে চলে যায়। পরে বাকি দুইজন মৌখিকভাবে জানায় যে, আগেই যাওয়া দুইজন আন্দোলনে অংশ নিয়েছে এবং তারাও (পরবর্তী দুইজন) আন্দোলনে অংশ নিতে যাচ্ছে। তবে আন্দোলন শেষে তারা সবাই ফেরত আসবে বলেও জানিয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা হাসপাতালে ফিরে আসেনি।
জানা গেছে, রবিবার (২৫ মে) দুপুরে পুনর্বাসনসহ দুই দাবি পূরণে জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবক রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি থাকা অবস্থায় বিষপান করেন। পরে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সঙ্গে চলমান বৈঠকের সময় ওই চারজন দাবি নিয়ে তার কক্ষে যান। সিইও তাদের অপেক্ষা করতে বললে ক্ষুব্ধ হয়ে সেখানেই বিষপান করেন তারা
বিষপানকারী চারজন হলেন—শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (আবু তাহের)। পরে তাদের তাৎক্ষণিকভাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।