দুই ছাত্র উপদেষ্টার অপসারণসহ ৪ দাবি উপস্থান নুরুল হক নুরের
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক
- ২৬ মে ২০২৫, ১১:৪৯
উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক করেছেন ২০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রথম দফায় ১১টি দল বৈঠকে অংশ নিয়েছে। দ্বিতীয় দফার বৈঠকে অংশ নিয়েছে ৯টি রাজনৈতিক দলের নেতারা। দ্বিতীয় দফায় বৈঠক অংশ নেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সেখানে তিনি ৪ দফা দাবি উপস্থাপন করেন।
রবিবার (২৫ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ৪ দফা দাবির কথা তুলে ধরেছেন নুুরুল হক নুর। দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ৪টি দাবি তুলে ধরা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টা ৩০ জুনের পর একদিনও থাকবেন না: প্রেস সচিব
তিনি তার স্ট্যাটাসে যে ৪ দাবি উল্লেখ করেছেন, সেসব হলো: ২ ছাত্র উপদেষ্টাসহ বিতর্কিত উপদেষ্টা ও হিযবুত তাহরীরের নেতা ঢাকা উত্তরের প্রশাসককে অপসারণ ও উপদেষ্টা পরিষদ পুনর্গঠন। সামরিক বাহিনীসহ প্রশাসন ও রাজনৈতিক দলের সাথে সরকারের দূরত্ব কমানো, রাজনৈতিক দলসমূহকে যথাযথ মূল্যায়ন ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ। সংস্কারের যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়ন এবং নির্বাচনের অন্তত একটি সুনির্দিষ্ট মাস জানানো। বিদেশিদের বন্দর ও করিডর প্রদান বিষয়ের সিদ্ধান্ত থেকে সরে আসা।