মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
- ২৬ মে ২০২৫, ১১:৪৯
চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩০) মৃতদেহ উদ্ধার করেছে হরিণাঘাট নৌ পুলিশ। রবিবার (২৫ মে) সদরের ১২ নং চন্দ্রা ইউনিয়নের ২নং ওয়ার্ডের আখন ঘাটের দক্ষিণ এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়িতে একটি জিডি করা হয়েছে।
জানা যায়, আজ হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মো. দাদন মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নদীতে নৌ টহল ডিউটি করছিলেন। এ সময় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জের কাছ থেকে তিনি সংবাদ পান নদীতে একটি অজ্ঞাত মৃতদেহ ভাসছে। খবর পেয়ে এসআই দাদন মিয়া ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করেন। নিহত নারীকে আনুমানিক ৩০ বছর বয়সী বলে ধারণা করা হচ্ছে।
এসআই দাদন জানান, মৃতদেহটির শরীর অর্ধগলিত অবস্থায় ছিল। উচ্চতা ছিল আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি। মাথার পেছনে সামান্য ছোলা জখম ছিল। কপাল, মুখমণ্ডল, ঠোঁট, নাক অর্ধগলিত ছিল। গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ছিল। দুই হাত শরীরের দুই পাশে ছিল এবং অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়।
পরে ১২টার পরে স্থানীয় লোকজন ও স্বাক্ষীদের উপস্থিতিতে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এসআই দাদন মিয়া। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় ও ডিএনএ নমুনা সংরক্ষণের লক্ষ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।