আনুষ্ঠানিকভাবে নতুন কোচের নাম ঘোষণা রিয়াল মাদ্রিদের

জাবি আলোনসো
জাবি আলোনসো © সংগৃহীত

নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে জাবি আলোনসোর নাম ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ। আগামী তিন মৌসুমের জন্য তার সঙ্গে চুক্তি করেছে লস ব্লাঙ্কোসরা। রিয়ালে কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। আসন্ন ক্লাব বিশ্বকাপ থেকে কাজ শুরু করবেন আলোনসো।

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ ঘোষণা করছে যে জাবি আলোনসো ১ জুন থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটির কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন। আলোনসো রিয়াল মাদ্রিদ ও বিশ্ব ফুটবলের একজন কিংবদন্তি। এবার তিনি ফুটবলের অন্যতম সেরা একজন কোচ হয়ে রিয়াল মাদ্রিদে ফিরছেন। তিনি বায়ার লেভারকুসেনের হয়ে লিগ, লিগ কাপ এবং জার্মান সুপার লিগ জিতে ইতিহাস গড়েছেন।’ 

ক্লাব ক্যারিয়ারে রিয়াল সোসিয়েদাদ, রিয়াল মাদ্রিদ, লিভারপুল ও বায়ার্ন মিউনিখে খেলেছেন আলোনসো। এই সময়ে কিংবদন্তি কোচ হোসে মরিনহো, পেপ গার্দিওলা ও রাফায়েল বেনিতেজকে পেয়েছেন তিনি। জাবির বাবাও স্পেনের ফুটবলার ও কোচ ছিলেন। ফুটবলের ক্যারিয়ারে নিজের সময়ে সেরা মিডফিল্ডার ছিলেন জাবি। ২০০৯-১৪ মৌসুম পর্যন্ত লস ব্লাঙ্কোসদের জার্সিতে খেলেছেন আলোনসো।

আগামী সোমবার (২৬ মে) সান্তিয়াগো বার্নাব্যুতে লস ব্লাঙ্কোসদের কোচ হিসেবে আলোনসোকে পরিচয় করিয়ে দেওয়া হবে। ১৮ জুন আল-হিলালের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে রিয়াল। তাই আনচেলত্তির অধীনে চলতি মৌসুমে শিরোপাবঞ্চিত রিয়ালকে ছন্দে ফেরানোর পাশাপাশি শিরোপা জেতানোর চ্যালেঞ্জ থাকবে আলোনসোর সামনে।

ফুটবলার হিসেবে সর্বজয়ী আলোনসো। স্পেনের হয়ে ইউরোর পাশাপাশি বিশ্বকাপও জিতেছেন তিনি। এছাড়া রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রে, ইউরোপিয়ান সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ জয়ের কীর্তি আছে তার। বায়ার্ন মিউনিখের হয়ে তিনটি বুন্দেসলিগাও জিতেছেন। এছাড়া তার নামের পাশে জার্মান কাপ ও জার্মান সুপার কাপ জয়ের রেকর্ড-ও আছে। লিভারপুলের জার্সিতে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড তার হাতে উঠেছে।