ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি © ফাইল ফটো

যশোরে ট্রাকের ধাক্কায় আসিফ হোসেন (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রবিবার (২৫ মে) দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের নতুন খয়েরতলার তেঁতুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আসিফ যশোর পলিটেকনিক কলেজের ছাত্র এবং সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মেহের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আসিফের মোটরসাইকেলের পেছনে থাকা বন্ধু রাকিবুল ইসলাম শুভ জানান, পাসপোর্ট অফিসে জরুরি কাজ সেরে তারা বাড়ি ফিরছিলেন। মহাসড়কে উঠে আসিফ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে শুরু করে। শুভ তাকে সাবধানে চালানোর কথা বললেও আসিফ তাতে কর্ণপাত করেনি। একপর্যায়ে একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে আসিফ ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।