ঢাবির গার্হস্থ্য অর্থনীতির ফরম ও বিষয় পছন্দক্রম পূরণের সময় বাড়ল একমাস
- ২৭ মে ২০২৫, ১৪:৫৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণের সময় একমাস বাড়ানো হয়েছে। আগামী ২৩ জুন পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমানও রবিবার (২৫ মে) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে সবকিছু ঠিকমতো পূরণ করতে পারে, এ জন্য সময় বাড়ানো হয়েছে। এ ছাড়া সামনে ঈদের ছুটি। সব বিবেচনায় লম্বা সময় দেওয়া হয়েছে।
এর আগে গত ১২ মে থেকে ২৫ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। নতুন করে প্রায় একমাস সময় বাড়ানো হলো। গত ৩ মে গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশ করা হয়েছে ১০ মে।
আরও পড়ুন: ঢাবির ব্যবসায় শিক্ষায় পুনঃভর্তির ফল হতে পারে আজই, চলছে যাচাই-বাছাই
নতুন বার্তায় বলা হয়েছে, গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণের সর্বশেষ তারিখ ২৩ জুন। উত্তীর্ন সকল শিক্ষার্থী লগইন করে ড্যাশবোর্ড থেকে ‘বিস্তারিত ফরম’ বাটনে ক্লিক করে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবেন।
বিস্তারিত তথ্য ওয়েবসাইট (collegeadmission.eis.du.ac.bd) থেকে জানা যাবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।