মনে রাখবেন—আমরা ভুলব না, থামব না: হাসনাত আব্দুল্লাহ
- ২৫ মে ২০২৫, ১৪:২৬
জুলাই অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শহীদ হাসানের জানাজা আজ শনিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে রাতে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্র-জনতার ঢল নামে, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (২৪ মে) রাতের দিকে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লেখেন, “খুনি হাসিনার নির্দেশে বুলেটে বিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে যাওয়া ভাই হাসানের জানাজা আজ অনুষ্ঠিত হয় শহীদ মিনারে। জুলাই অভ্যুত্থানের সর্বশেষ শহীদ ছিলেন আমাদের সহযোদ্ধা হাসান—যিনি বুক টানটান করে দাঁড়িয়েছিলেন হাসিনাশাহীর বিরুদ্ধে।”
পোস্টে শহীদ হাসানকে স্মরণ করে হাসনাত আরও লেখেন, “এত রক্ত, এত প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট শক্তির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে আনার পর, আমাদের সর্বপ্রথম দায়িত্ব ছিল খুনিদের, হত্যাকারীদের বিচার নিশ্চিত করা। কিন্তু, যেন কোনো অদৃশ্য ইশারায় সেই কাঙ্ক্ষিত বিচারপ্রক্রিয়া থমকে আছে। বিচার দাবি করলেই আমাদের দীর্ঘসূত্রিতা দেখানো হয়, শোনানো হয় নানা যুক্তি ও ব্যাখ্যা।”
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবে না। গণহত্যার মাস্টারমাইন্ডদের বিচারের মুখোমুখি না করে আসিফ নজরুল স্যারও তাঁর পদের দায়বদ্ধতা থেকে মুক্তি পাবেন না।”
হীদদের রক্ত ভুলে যাওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, “জুলাইয়ের উত্তাল দিনে শহীদ হাসান ছিলেন আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা সহযোদ্ধা। আমরা আমাদের সহযোদ্ধাদের হত্যার বিচার চাই। এই বিচার থেকে কেউ ফাঁকি দিয়ে পার পাবে না। আমরা ক্ষমা করব না।”
হাসনাত আরও বলেন “এই জানাজা শুধু বিদায়ের আনুষ্ঠানিকতা নয়—প্রতিটি জানাজা আমাদের কাছে একেকটি শপথের নতুন সূচনা। মনে রাখবেন—আমরা ভুলব না, থামব না।”