প্রাইম ইউনিভার্সিটির আইন শিক্ষার্থীদের টাঙ্গাইল আদালত পরিদর্শন

প্রাইম ইউনিভার্সিটির এলএলবি শেষ বর্ষের শিক্ষার্থীদের আদালত পরিদর্শন
প্রাইম ইউনিভার্সিটির এলএলবি শেষ বর্ষের শিক্ষার্থীদের আদালত পরিদর্শন © টিডিসি ফটো

প্রাইম ইউনিভার্সিটির এলএলবি শেষ বর্ষের শিক্ষার্থীরা টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক বিশেষ শিক্ষামূলক আদালত পরিদর্শনে অংশগ্রহণ করেছেন। গত ২২ মে দিনব্যাপী এই কার্যক্রমে শিক্ষার্থীরা আদালতের বিভিন্ন কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করে বিচার ব্যবস্থার বাস্তবচিত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেন।

প্রশিক্ষণমূলক এ সফরের তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক গোলাম সারোয়ার এবং প্রভাষক ফাইজুল ইসলাম। ৫৭ ও ৫৮তম ব্যাচের শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নেন।

পরিদর্শনের শুরুতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ আদালতের কাঠামো, বিচার প্রক্রিয়ার ধাপ ও ম্যাজিস্ট্রেটদের কার্যক্রম নিয়ে একটি প্রাঞ্জল উপস্থাপনা দেন। পরে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মুস্তাফা শাহরিয়ার খান শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, “একজন আইন শিক্ষার্থীকে মত প্রকাশে দক্ষ হতে হবে এবং আইনজ্ঞান চর্চায় সদা সচেষ্ট থাকতে হবে।”

এছাড়া, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ রুমি খাতুন সমসাময়িক বিচার ব্যবস্থার চ্যালেঞ্জ ও কাঠামোগত সংস্কারের দিক তুলে ধরেন, যা শিক্ষার্থীদের বিচারিক বাস্তবতা সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করে।

দিনের শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শাহরিয়ার শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে বলেন, “প্রাইম ইউনিভার্সিটির এসব শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে কেউ বিচার বিভাগে যোগ দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে – এই আশাই করি।”

শিক্ষার্থীদের জন্য এই অভিজ্ঞতাটি ছিল তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক শিক্ষা অর্জনের এক বিরল সুযোগ, যা তাদের আইনের প্রতি উৎসাহ ও দায়বদ্ধতাকে আরও জোরদার করেছে।