মে মাসের বেতন নিয়ে সুখবর দিল ইএমআইএস সেল
- ৩১ মে ২০২৫, ১৯:০৫
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের জিও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তীতে এটি আইবাস++ এ পাঠানো হবে। এরপর মে মাসের বেতন ব্যাংকে পাঠোনো হবে বলে জানা গেছে।
জানা গেছে, মে মাসে মোট ৩ লাখ ৭৮ হাজার ৪২৪ জন শিক্ষক-কর্মচারীর বেতনের জিও জারি হয়েছে। এর স্কুলের ২ লাখ ৯১ হাজার ১৬১ জন এবং কলেজের ৮৭ হাজার ২৬৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
এ বিষেয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইআইএমএস) সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মে মাসের বেতনের জিও জারি হয়েছে। তবে এটি এখনই পাঠানো হবে না। আগে এপ্রিলের বেতন ব্যাংকে যাবে। পরবর্তীতে মে মাসের বেতন পাঠানো হবে। জুনের শুরুতেই শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন পাবেন।’
এপ্রিল মাসের বেতন কবে ব্যাংকে যাবে এমন প্রশ্নের জবাবে ইএমআইএস সেল প্রধান জানান, ‘আইবাস থেকে এখনো এপ্রিল মাসের বেতন, বকেয়া ও উৎসব ভাতা দেওয়ার কার্যক্রম শেষ করতে পারেনি। সেজন্য আজ ব্যাংকে টাকা পাঠানো সম্ভব হয়নি। আশা করা যাচ্ছে আগামীকাল রোববার অথবা আগামী সোমবার শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের বেতনসহ বকেয়া এবং উৎসব ভাতার অর্থ ব্যাংকে পাঠানো সম্ভব হবে।’
জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।
এর পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।
দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারী ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন পেয়েছেন। তবে তারা এখনো এপ্রিল মাসের বেতন-ভাতা পাননি। ইতোমধ্যে এপ্রিলের বেতনের জিও জারি হয়েছে। চলতি সপ্তাহে তারা এপ্রিলের বেতন পাবেন। একইসঙ্গে জুনের শুরুতে মে মাসের বেতনও পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।