স্ত্রীর পরকীয়া ধরতে হোটেলের সিসি ফুটেজ চাইলেন সেনা কর্মকর্তা, অতঃপর...

প্রতীকী ছবি
প্রতীকী ছবি © সংগৃহীত

স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে— এমন অভিযোগ তুলে দিল্লির একজন সেনা কর্মকর্তা হোটেলের সিসিটিভি ফুটেজ চেয়ে আদালতের দ্বারস্থ হন। তার দাবি, সেনাবাহিনীর অন্য এক মেজরের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক প্রমাণের উদ্দেশ্যেই তিনি আদালতে আবেদন করেন। তবে দিল্লির পটিয়ালা হাউস কোর্ট তার আবেদন খারিজ করে দেয়।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তির গোপনীয়তার অধিকার রয়েছে। তৃতীয় কোনো পক্ষ তাদের সম্মতি ছাড়া হোটেল বুকিং সংক্রান্ত তথ্য বা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে পারে না। বিচারক বৈভব প্রতাপ সিং আরও জানান, মামলায় অভিযুক্ত নারী ও পুরুষের নামোল্লেখ না থাকলেও, তাদের নিজ নিজ বক্তব্য দেওয়ার অধিকার রয়েছে এবং তাদের অনুমতি ব্যতিরেকে ফুটেজ সংগ্রহ আইনসিদ্ধ নয়।

বিচারক ২০১৮ সালে ভারতের সুপ্রিম কোর্টের একটি রায় উদ্ধৃত করে বলেন, আধুনিক ভারতের আইনি কাঠামোতে লিঙ্গবৈষম্য কিংবা পুরুষতান্ত্রিক মনোভাবের কোনো স্থান নেই। নারীর প্রেমিক নির্বাচন করার অধিকারকে অস্বীকার করার যে প্রবণতা, তা ইতিপূর্বেই আদালতের রায়ে প্রত্যাখ্যাত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-তেও লিঙ্গসমতার বিষয়টি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। [সূত্র: আনন্দবাজার]