ধর্ষণ মামলায় মুক্তি পেয়ে বিজয়োল্লাস, ভাইরাল ভিডিও

ধর্ষণের মামলায় জামিন পেয়ে উল্লাস
ধর্ষণের মামলায় জামিন পেয়ে উল্লাস © সংগৃহীত

ভারতের কর্নাটকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় জামিন পাওয়া কয়েকজন অভিযুক্তকে কারাগার থেকে শোভাযাত্রার মাধ্যমে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মাঝে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অভিযুক্তদের ঘিরে আড়ম্বরপূর্ণ আয়োজন, উৎসবমুখর পরিবেশ। যদিও এই ঘটনায় এখনো কর্নাটক পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো ব্যবস্থা নিয়েছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি স্থানীয় প্রশাসন।

প্রায় ১৬ মাস আগে কর্নাটকের হাভেরি জেলার একটি হোটেল থেকে এক নারীকে জোর করে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। ২৬ বছর বয়সী ওই নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ১৯ জনকে গ্রেপ্তার করে। মামলাটি চলাকালীন গত ১০ মাসে ধাপে ধাপে ১২ জন জামিনে মুক্তি পায়। সম্প্রতি বাকি ৭ জনও আদালত থেকে জামিন পান।

জানা গেছে, ভুক্তভোগী নারী অভিযুক্তদের সঠিকভাবে চিহ্নিত করতে না পারায় আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ার পর কারাগার থেকে বের হয়ে অভিযুক্তরা যেন একেকজন বিজয়ী বীর। আক্কি আলকুর শহর থেকে শুরু হয়ে প্রায় ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাভেরিতে গিয়ে শেষ হয় তাদের বিজয় মিছিল। একাধিক মোটরসাইকেল ও গাড়িতে ডিজে বাজিয়ে শোভাযাত্রার মাধ্যমে শহরজুড়ে ঘোরানো হয় অভিযুক্তদের।

এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে এই মামলায় আফতাব চন্দনকাট্টি, মাদার সাব মান্দাক্কি, সামিউল্লা লালনাভার, মহম্মদ সাদিক আগাসিমানি, শোয়েব মোল্লা, তৌসিফ ছোটি এবং রিয়াজ সাভিকেরিসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।