পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেইলের কাছে ভারত নতি স্বীকার করবে না: জয়শঙ্কর
- ২৫ মে ২০২৫, ১৬:২০
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সন্ত্রাসবাদের প্রতি ভারতের কোনো সহনশীলতা নেই এবং তারা কখনও পারমাণবিক ব্ল্যাকমেইলের কাছে নতি স্বীকার করবে না। শুক্রবার (২৩ মে) জার্মানি থেকে পাকিস্তানের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে এমন কথা বলেন।
এস জয়শঙ্কর বলেছেন “পহেলগাম সন্ত্রাসী হামলার প্রতি ভারতের কোনো সহনশীলতা নেই। ভারত কখনোই পারমাণবিক ব্ল্যাকমেইলের কাছে নতি স্বীকার করবে না এবং ভারত পাকিস্তানের সাথে সম্পূর্ণ দ্বিপাক্ষিকভাবে মোকাবিলা করবে।”
তিনি আরও বলেন, “এই বিষয়ে কোনো মহলে কোনো বিভ্রান্তি থাকা উচিত নয়। আমরা জার্মানির এই বোধগম্যতাকেও মূল্য দিই যে প্রতিটি জাতির সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা আত্মরক্ষার অধিকার রয়েছে।”