কারাগারে থেকেও ছুটিতে অফিস সহকারী, সরকারি অফিসে অনিয়মের অভিযোগ

মো. ওয়াহিদুল ইসলাম
মো. ওয়াহিদুল ইসলাম © টিডিসি ফটো

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. ওয়াহিদুল ইসলামের নামে অনিয়মের অভিযোগ উঠেছে। বর্তমানে কারাগারে থাকলেও অফিস রেকর্ডে দেখা যাচ্ছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিতে রয়েছেন তিনি।

জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ওয়াহিদুল ইসলামের স্ত্রী শ্যামলী খাতুন গত ১৩ মে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আত্মসমর্পণ করে জামিন না পেয়ে ওয়াহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়।

তবে, ওই একই দিন থেকেই তিনি অফিসে তিন দিনের ছুটি নিয়েছেন বলে রেকর্ডে উল্লেখ রয়েছে। পরবর্তীতে ১৮ মে আরও একটি ছুটির আবেদন দাখিল করে ২১ মে পর্যন্ত ছুটি বাড়ান তিনি।

সরকারি কর্মচারী হয়ে এ ধরনের অসত্য তথ্য দিয়ে ছুটি গ্রহণের ঘটনা কেবল দায়িত্বজ্ঞানহীনতা নয়, এটি একটি গুরুতর অনৈতিক আচরণ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, একজন সরকারি কর্মচারী যদি আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যান, তবে সেটি কর্মস্থলে যথাযথভাবে অবহিত করার বিধান রয়েছে। এমনকি আদালতের নির্দেশনাও প্রাসঙ্গিক দফতরে পাঠানো উচিত।

এ বিষয়ে জেলা প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটি অত্যন্ত গুরুতর একটি অনিয়ম। যদি কোনো কর্মকর্তা কারাগারে থাকেন, তাহলে তিনি কোনোভাবেই ছুটিতে থাকতে পারেন না। 

আরও পড়ুন: স্কুলের দরজা-জানালা বিক্রি করে টাকা ভাগাভাগি করে নিলেন বিএনপি নেতারা

এ বিষয়ে জানতে চাইলে দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ বলেন, ওয়াহিদুল ইসলাম ১৩ মে তিন দিনের ছুটির আবেদন করেন। পরে ১৮ মে আরেকটি আবেদন পাই; যা ২১ মে পর্যন্ত অনুমোদন করা হয়।

ওয়াহিদুল ইসলামের কারাগারে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী শ্যামলী খাতুন এবং মামলার আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক। অন্যদিকে, অফিসে তার ছুটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন সহকর্মী মনোয়ার, জিয়া ও আরও কয়েকজন।