পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় যুবক গ্রেপ্তার

তুফায়েল
তুফায়েল © সংগৃহীত

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতের উত্তর প্রদেশ থেকে তুফায়েল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) উত্তর প্রদেশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড তাকে গ্রেপ্তার করে।  ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ সব তথ্য জানা গেছে।   

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া তুফাইল উত্তর প্রদেশের ভারানসির বাসিন্দা। তিনি পাকিস্তানপন্থি ভারত বিরোধী সংগঠনগুলোর তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। এ ছাড়া তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাকিস্তানের ‘তেহরিকে লাব্বাইক’ সংগঠনের নেতা মাওলানা সাদ রিজভীর ভিডিও শেয়ার করেন। সেইসাথে তিনি ‘গজওয়ায়ে হিন্দ’, বাবরি মসজিদ ভাঙার প্রতিশোধ এবং ভারতে শরিয়া আইন চালুর আহ্বান জানিয়ে উসকানিমূলক বার্তা ছড়িয়েছেন।

এতে আরও বলা হয়, তুফায়েল রাজঘাট, নামো ঘাট, জ্ঞানবাপী, রেলস্টেশন এবং লাল কেল্লাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানের ছবি পাকিস্তানে পাঠিয়েছেন। তিনি বারানসিতে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ছড়িয়ে স্থানীয়দের সঙ্গে পাকিস্তানি চক্রের যোগাযোগ স্থাপনেও সাহায্য করেন। উত্তর প্রদেশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।