‘স্যার আমাদের ফেলে যাবেন না’- প্রধান উপদেষ্টাকে জার্মান প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর হাবিব

জার্মান প্রবাসী ইঞ্জিনিয়ার ও কন্টেন্ট ক্রিয়েটর হাবিব এবং ইনসেটে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
জার্মান প্রবাসী ইঞ্জিনিয়ার ও কন্টেন্ট ক্রিয়েটর হাবিব এবং ইনসেটে প্রধান উপদেষ্টা ড. ইউনূস © সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনা সামনে আসায় এ সরকারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। দেশের সর্বোস্তরের নাগরিকদের মাঝেও এক ধরনের উদ্বিগ্নতা কাজ করছে এবং অনেকেই ড. ইউনূসকে স্বপদে বহাল চেয়ে বিভিন্ন মাধ্যমে দাবি জানাচ্ছেন। এ প্রেক্ষিতে জনপ্রিয় জার্মান প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর প্রকৌশলী হাবিবুর রহমানও (হাবিব) ড. ইউনূসকে নিয়ে ফেসবুকে আবেগগন পোস্ট দিয়েছেন। তিনি প্রধান উপদেষ্টাকে বাংলাদেশের মানুষকে ছেড়ে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন।

আজ শুক্রবার (২৩ মে) নাতালিয়া অ্যান্ড হাবিব নামক ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করে এ অনুরোধ জানান তিনি। শুধু তাই নয়, দেশের সচেতন সবাইকেই তার মতো করে ফেসবুকে পোস্ট করার আহ্বানও জানান তিনি।

ফেসবুক পোস্টের এক ছবিতে দেখা যায়, তিনি একটি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন। যাতে লেখা- উই আর উইদ ড. ইউনূস, স্যার আমাদের ফেলে যাবেন না। 

আরও পড়ুন: ‘পদত্যাগের ভাবনার’ মতো সংকটে কীভাবে পড়লেন অধ্যাপক ইউনূস?

এছাড়া পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, উই আর উইদ চীফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনূস। স্যার আমাদের ছেড়ে যাবেন না! বসে না থেকে এমন হাতে লিখে আপনারা অনুরোধ জানাতে পারেন, ছবি আমাকে মেসেজ করে পাঠাতে পারেন, আমি পেইজ থেকে পোস্ট করে দিবো।

প্রসঙ্গত, বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজলার সন্তান হাবিবুর রহমান পেশায় একজন প্রকৌশলী । ২০১২ সালে  জার্মানির মিউনিখে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিখে মাস্টার্স  করার জন্য যান। বর্তমানে একটি জার্মান ইঞ্জিনিয়ারিং কন্সাল্টিং ফার্মে ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার হিসাবে কর্মরত আছেন। বেলারুসের রাজধানী মিনস্কের কাছাকাছি শহর বাবরুস্কের মেয়ে ফার্মাসিস্ট নাতালিয়া রহমানকে বিয়ে করে তারা দুজন মিলে সামাজিক মাধ্যমে কন্টেন্ট তৈরি করে আসছেন। বর্তমানে কর্মসূত্রে এই দম্পতি জার্মানির পূর্বাঞ্চলের সাক্সনি অঙ্গরাজ্যের কেমনিজ শহরে থাকেন।