ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের ৫ দিনের পরিভ্রমণ

রোভার স্কাউট গ্রুপ
রোভার স্কাউট গ্রুপ © টিডিসি ফটো

চুনারুঘাট থেকে জৈন্তাপুর প্রাকৃতিক সৌন্দর্য, নেতৃত্ব ও স্কাউট চেতনাকে ধারণ করে পথে নামছেন চার রোভার সদস্য। ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের চার সদস্যের একটি দল পাঁচ দিনের একটি বিশেষ পরিভ্রমণে রওনা দিতে যাচ্ছে। ২৫ মে শুরু হওয়া এই অভিযাত্রা শুরু হবে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা থেকে এবং ২৯ মে শেষ হবে সিলেটের জৈন্তাপুর উপজেলায়।

পরিভ্রমণকারী এই দলের নেতৃত্বে রয়েছেন রোভার স্কাউট আবদুল আজিজ। তার সঙ্গে আছেন সহকারী দলনেতা মো. রাসেল, সদস্য আকরামুজ্জামান এবং মো. মুত্তাকিম ইসলাম মুসা। তারা প্রত্যেকেই ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের নিয়মিত ও প্রশিক্ষিত রোভার সদস্য, যারা ইতোপূর্বেও বিভিন্ন স্কাউটিং কার্যক্রম ও সেবামূলক উদ্যোগে অংশগ্রহণ করেছেন।

এই পরিভ্রমণের মূল উদ্দেশ্য হলো—প্রকৃতি, সংস্কৃতি ও ইতিহাসকে কাছ থেকে জানা, নেতৃত্ব দক্ষতা বিকাশ, সামাজিক দায়বদ্ধতা চর্চা এবং স্কাউটিংয়ের নীতি ও চেতনা বাস্তব জীবনে প্রয়োগ।

ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউটদের এমন কার্যক্রমের প্রশংসা জানিয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘শিক্ষার্থীদের বহুমাত্রিক বিকাশ বর্তমান সময়ের দাবি। আমরা সবসময় চাই, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কিছু স্বেচ্ছাসেবী কার্যক্রমের সাথে যুক্ত থাকুক; যেন নিজেরা আপন শক্তিকে ধারণ করতে পারে। ঢাকা কলেজ প্রশাসন সবসময় শিক্ষার্থীদের এমন স্বেচ্ছাসেবীমূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করেছে এবং সহযোগিতা অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: গ্রামীণ চেক ছেড়ে কেন কুর্তা পরেছিলেন ড. ইউনূস, রহস্য জানালেন প্রেস সচিব

এ সময় ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

পরিভ্রমণ শেষে দলটি আগামী ৩০ মে জৈন্তাপুর থেকে ঢাকায় প্রত্যাবর্তন করবে। দলের নিরাপদ যাত্রা ও সাফল্যের জন্য রোভার স্কাউটস এবং ঢাকা কলেজ পরিবারের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়েছে।