সাভারে প্রকাশ্যে রং মিস্ত্রিকে গুলি করে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

মো. মেহেদী হাসান
মো. মেহেদী হাসান © সংগৃহীত

সাভারে শাহীন নামে এক  রংমিস্ত্রিকে প্রকাশ্যে মাথায় গুলি করে  হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. মেহেদী হাসানকে (৬৪) গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) রাতে জিএমপির গাছা থানাধীন তারগাছ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

শুক্রবার (২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছেন র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার জালিস মাহমুদ খান।   

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা আহত হয়, নিহত শাহিন পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন। তিনি সাভার পৌর এলাকায় বরুণের মালিকানাধীন গাড়ির গ্যারেজে রং মিস্ত্রির কাজ করতেন। গত ১৯ মে রাতে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় গাড়ির গ্যারেজে সামনে পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহিনকে গুলি করে পালিয়ে যায় মেহেদী। 

এ  বিষয়ে র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার জালিস মাহমুদ খান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আর কারও সম্পৃক্তা পাওয়া যায়নি।