বাংলামোটরে কাভার্ডভ্যানের চাপায় কলেজছাত্র নিহত
- ২৩ মে ২০২৫, ১৭:১৫
রাজধানীর বাংলামোটর এলাকায় কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারিয়েছেন এক কলেজছাত্র। নিহত শিক্ষার্থীর নাম আরশাদ আহমেদ সরকার (১৮)। তিনি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আরশাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, আরশাদ লালবাগের ওয়াটার ওয়ার্কস সড়কের একটি বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার বাবা আনোয়ার হোসেন। দুর্ঘটনার সময় আরশাদ মোটরসাইকেল চালিয়ে বাংলামোটর দিয়ে যাচ্ছিলেন। তখন একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে চাপা দেয়।
ঘটনার পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ওই তরুণকে উদ্ধার করে। পরে কাভার্ডভ্যানটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, কাভার্ডভ্যানটি বেপরোয়া গতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনা ঘটায়। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।