অপহরণকারী ও চাঁদাবাজ চক্রের মূল হোতাসহ দুজন গ্রেপ্তার, এলাকায় স্বস্তি
- ২৩ মে ২০২৫, ১৭:১৫
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি তাহিন শেখ ও হামিদ (গেদু) নামে দুজনকে গ্রেপ্তার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আজিম বাজার-সংলগ্ন নিয়ামুলের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক তাহিন শেখ (২৬) টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গজালিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে ও হামিদ শেখ ওরুফে গেদু (২৩) একই উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মোক্তার শেখের ছেলে। তারা দুজন এলাকায় অপহরণকারী ও চাঁদাবাজ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এ নিয়ে টুঙ্গিপাড়া থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, অপহরণ ও মাদকদ্রব্যসহ একাধিক মামলার আসামি তাহিন শেখ ও হামিদ শেখ ওরুফে গেদু টুঙ্গিপাড়া উপজেলার আজিম বাজার-সংলগ্ন নিয়ামুলের বাড়িতে অবস্থান করছে, এ গোপন তথ্যের ভিত্তিতে গতকাল গভীর রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের গ্রেপ্তার করতে তাদের অনেক বেগ পেতে হয়। পরে তাদের আটক করা হয়।
ওসি আরও বলেন, মামলা রেকর্ডের কাজ চলছে। সম্পন্ন হলে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।
এদিকে টুঙ্গিপাড়ায় আলোচিত সাংবাদিকের ছেলে আরমান হত্যাকাণ্ডের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে আরমানের বাবা তপু শেখ বলেন, আমার ছেলে আরমান হত্যাকাণ্ডের সঙ্গে এই চক্রের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। আমি বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খতিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি।
স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কয়েক বছর ধরে তাহিন শেখ ও হামিদ শেখের সন্ত্রাসী কার্যকলাপে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। তাদের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।