ইইউবির ডিবেটিং এন্ড মুটিং ক্লাবের নেতৃত্বে আসিফ-আফ্রিদ

আসিফ সরকার ও আফ্রিদ আহমেদ রাকিব
আসিফ সরকার ও আফ্রিদ আহমেদ রাকিব © সংগৃহীত

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের (ইইউবি) মুটিং এন্ড ডিবেটিং ক্লাবের ২০২৫ সেশনের কার্যনির্বাহী কমিটির ঘোষণা করা হয়েছে। সম্প্রতি আইন বিভাগের প্রভাষক অ্যাডভোকেট জসিম উদ্দিন কমিটি প্রকাশ করেছেন।

কমিটিতে ২০২২-২৩ সেশনের আইন বিভাগের শিক্ষার্থী আসিফ সরকারকে সভাপতি, আইন বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আফ্রিদ আহমেদ রাকিবকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।   

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আইন বিভাগের মাহফুজা আফরিন তন্বী, যুগ্ম সাধারণ সম্পাদক মীম আক্তার, সাংগঠনিক সম্পাদক মাহমুদ রাহাত, কোষাধ্যক্ষ জাহিদা মিথিলা, মিডিয়া ও গবেষণা প্রকাশনা সম্পাদক জান্নাতুল মাওয়া, জনসংযোগ সম্পাদক সাদিয়া আফরিন‌, ও কার্যনির্বাহী সদস্য সবানা মাহমুদা, নিগার সুলতানা ঐশী, মোতাসিম মাহামুদ।

নবনির্বাচিত সভাপতি আসিফ সরকার বলেন, জ্ঞানভিত্তিক সমাজব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে ইইউবি ডিবেটিং এন্ড মুটিং ক্লাবের সাথে কাজ করবো। আমি এ ক্লাবের উত্তরোত্তর সফলতার জন্য দোয়া কামনা করি।

সাধারণ সম্পাদক আফ্রিদ আহমেদ রাকিব বলেন, ইইউবির ডিবেটিং এন্ড মুটিং ক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। বিতর্ক প্রতিযোগিতাসহ জাতীয় পর্যায়ের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় এ ক্লাবের সদস্যরা সাফল্য ছিনিয়ে এনেছে। এ ক্লাব সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে যুক্তির চর্চা ও একদল যুক্তিশীল মানুষ তৈরিতে কাজ করে যাবে।