পাকিস্তান সফরে যাবেন না নাহিদ রানা ও দুই কোচ

নাহিদ রানা
নাহিদ রানা © সংগৃহীত

চলতি মাসের শেষদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ দল। ভারত-পাকিস্তানের মধ্যকার পরিবর্তিত পরিস্থিতিতে ৫ ম্যাচের বদলে ৩ ম্যাচের সিরিজ খেলবে দল দুটি। 

বুধবার (২১ মে) আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেছে পিসিবি। নতুন সূচি অনুযায়ী, ২৮ মে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

তবে টাইগারদের এই সফরে যাবেন না জাতীয় দলের ডানহাতি পেসার নাহিদ রানা। স্কোয়াড থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন তিনি। এছাড়া জাতীয় দলের ট্রেইনার নাথান কেলি এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টও নিজেদের নাম প্রত্যাহার করেছেন। বিসিবি সূত্রে বিষয়টি জানা গেছে।

পিএসএল খেলতে পাকিস্তান সফরে গিয়েছিলেন নাহিদ রানা। তবে কোনো ম্যাচ না খেলেই ফেরত আসেন তিনি। তার সঙ্গে লেগ স্পিনার রিশাদ হোসেনও ছিলেন। রাওয়ালপিন্ডিতে হবার পর বিসিবির সহায়তায় নিরাপদে দেশে ফেরেন তারা।

এরপর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ থাকায় পিএসএলে ফেরা হয়নি তাদের। আমিরাতের বিপক্ষে সিরিজ খেলতে দলের ক্যাম্পে যোগ দেওয়ার আগে তিন রাত দুবাই বিমানবন্দরে আটকে ছিলেন তারা।

এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘দুবাইয়ে পাকিস্তান সিরিজ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা হয়েছে। সেখানেই তিনজন—একজন ক্রিকেটার (নাহিদ রানা) এবং দুজন কোচিং স্টাফ নাথান ক্যালি ও জেমস প্যামেন্ট সফরে যেতে আগ্রহ দেখাননি। তাই তারা যাচ্ছেন না। প্রধান কোচসহ বাকি সবাই সফরের জন্য রাজি।’

পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এই পরিচালক বলেন, ‘আমি নিজে চ্যাম্পিয়নস ট্রফির সময় পাকিস্তানে গিয়েছিলাম। সে সময় তারা প্রেসিডেনশিয়াল নিরাপত্তা দিয়েছে, যা খুবই কঠোর। আমার মনে হয়, এমন নিরাপত্তার পর শঙ্কার তেমন কিছু থাকার কথা নয়। তারপরও পিসিবি সভাপতি আমাদের আশ্বস্ত করেছেন—প্রয়োজনে আরও বাড়তি নিরাপত্তা দেবে।’

নাহিদ রানার পরিবর্তে কোনো বদলি পেসার যুক্ত করা হবে না বলেও নিশ্চিত করেন ফাহিম। তার ভাষ্যমতে, ‘আমরা ৫ ম্যাচ (খেলব) ভেবে অতিরিক্ত পেসার রেখে স্কোয়াড ঘোষণা করেছিলাম। কিন্তু এখন ম্যাচ সংখ্যা তিনে নেমে আসায় নাহিদের পরিবর্তে নতুন কাউকে যুক্ত করার দরকার মনে করছি না। মোস্তাফিজ আইপিএল শেষ করে (যত দিন এনওসি রয়েছে) দলের সঙ্গে পাকিস্তানে যোগ দেবেন।’