এসিড নিক্ষেপের ভয় দেখিয়ে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
- ২১ মে ২০২৫, ১৭:৫৯
নোয়াখালীতে এসিড নিক্ষেপের ভয় দেখিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে মো. সজিব (৩৮) নামে এক যুবকের বিরুদ্ধে। বুধবার (২১ মে) ভুক্তভোগী কিশোরী দ্য ডেইলি কাম্পাসের কাছে বিষয়টি তুলে ধরেন।
ভুক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই কিশোরীর বাবার সাথে দীর্ঘদিন থেকে অভিযুক্ত সজিবের বন্ধুত্বের সম্পর্ক থাকায় ভুক্তভোগীর বাড়িতে তার আসা-যাওয়া লেগেই থাকত। গত ৩ মে ওই কিশোরীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে দরজার ছিটকিনি ভেঙে বসতঘরে প্রবেশ করে। এ সময় এসিডের একটি বোতল বের করে তা নিক্ষেপের ভয় দেখিয়ে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের পর জন্মনিরোধক ঔষধ নরপিল-১ সেবন করিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গত ৫ মে ভুক্তভোগী কিশোরী বাদি হয়ে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন।
ভুক্তভোগী কিশোরীর বাবা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সজিব আমার বন্ধুত্বের দুর্বলতার সুযোগ নিয়ে আমার কলিজায় আঘাত করবে তা কখনো বুঝতে পারিনি। আমার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় আছি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার দাবি করছি।’
ধর্ষণের বিষয়ে জানতে অভিযুক্ত সজিবের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে সুধারাম মডেল থানার সাব-ইনস্পেক্টর (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন জানান, স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে একটি মামলা হয়েছে। আদালতের নির্দেশনা অনুয়ায়ী ঘটনাটি তদন্ত চলছে। ভিকটিমের মেডিকেল টেস্ট করানো হবে।