জবিতে সাইকেল চুরির সময় যুবক আটক, শিক্ষার্থীদের গণধোলাই
- ২৫ মে ২০২৫, ০৯:৩৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সাইকেল চুরির ঘটনায় এক যুবককে আটক করেছে শিক্ষার্থীরা। বুধবার (২১ মে) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি এর আগেও অন্তত পাঁচবার ক্যাম্পাস এলাকা থেকে সাইকেল চুরি করেছেন বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে চুরির ঘটনার শিকার হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে হাতেনাতে ধরে গণধোলাই দেয়। বর্তমানে অভিযুক্ত প্রক্টর অফিসে রয়েছেন এবং তাকে পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ওই ব্যক্তিকে। পরে শিক্ষার্থীরা তাকে ধরে ফেললে সে চুরির কথা স্বীকার করে। জানা যায়, সে এর আগেও অন্তত ৫টি সাইকেল চুরির সঙ্গে জড়িত ছিল।
শিক্ষার্থীদের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে সাইকেল চুরির ঘটনা বাড়তে থাকায় তারা আগে থেকেই সতর্ক ছিল। অভিযুক্তকে হাতেনাতে ধরার পর উত্তেজিত শিক্ষার্থীরা গণধোলাই দেয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা তাকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আটক যুবকের নাম মো. সজিব মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা গ্রামের স্থায়ী বাসিন্দা (হোল্ডিং নং: ৪৭৭, ডাকঘর: কাইতলা-৩৪১৭)। তার বর্তমান ঠিকানা বংশালের নাজিরাবাজার এলাকার ২১/২ কাজী আলাউদ্দিন রোডে অবস্থিত, যেখানে তিনি ঈদু মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে বসবাস করতেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস জানিয়েছে, অভিযুক্তের পরিচয় যাচাই করে পুলিশে হস্তান্তরের প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে নিরাপত্তা জোরদার করার আশ্বাস দিয়েছে।