গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন হতে পারে

 অ্যাকাডেমিক গেটে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামের ব্যানার টাঙিয়েছেন শিক্ষার্থীরা
অ্যাকাডেমিক গেটে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামের ব্যানার টাঙিয়েছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য (পাবলিক বিশ্ববিদ্যালয়) অধ্যাপক তানজীমউদ্দীন খান। 

বুধবার (২১ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ  তথ্য জানিয়েছে।   

সূত্র জানায়, বুধবার বেলা ১১টার পর ইউজিসি সদস্য তানজীমউদ্দীন খান শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন। তবে আলোচনায় কী সিদ্ধান্ত হয়েছে সূত্রটি তা জানাতে পারেনি। 

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'ডিজিটাল ইউনিভার্সিটির বিষয়টি নিয়ে ইউজিসি এবং মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা আলোচনা করেছেন। আলোচনায় সিনিয়র সচিবও উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করা হতে পারে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।'

এদিকে নাম পরিবর্তনের দাবিতে ৪৬ ঘণ্টার আলটিমেটামের পর ইউজিসির সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বুধবার সকাল ৯টায় ইউজিসি প্রাঙ্গণে এ অনশন শুরু হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।