ধানমণ্ডির ভূতের গলিতে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম—ভিডিও ভাইরাল
- ২২ মে ২০২৫, ০৮:৫২
রাজধানীর ধানমণ্ডির সেন্ট্রাল রোডের ভূতের গলিতে সাইফ হোসেন মুন্না (৩৫) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত রোববার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। হামলার শিকার সাইফ হোসেন মুন্না কলাবাগান ওয়ার্ড বিএনপির কর্মী বলে জানা গেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সোমবার (১৯ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ। তবে এ ঘটনার এখনও কোন মামলা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: মহার্ঘ ভাতা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন মুন্না। সেন্ট্রাল রোডের ভূতের গলিতে পৌঁছালে এক ব্যক্তি তার গতিরোধ করেন। এরপর মোটরসাইকেলে করে আরও কয়েকজন সেখানে এসে পৌঁছায়। তাদের মধ্যে একজন কালো পাঞ্জাবি পরা ও হেলমেটধারী ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে ধারালো অস্ত্র দিয়ে মুন্নাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলেও অন্য হামলাকারীরা তাকে মারধর করে। পরে গুরুতর আহত মুন্নাকে সড়কে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মুন্নার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বিশেষ করে তার হাত ও পায়ে গুরুতর জখম হয়েছে।
সহকারী কমিশনার তারিক লতিফ জানান, এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। তবে হামলার শিকার ব্যক্তি একজন রাজনৈতিক কর্মী হওয়ায় ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।