দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৭ 

দুর্ঘটনায় নিহত মোফাজ্জল হোসেন
দুর্ঘটনায় নিহত মোফাজ্জল হোসেন © সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন। সোমবার (১৯ মে) রাত ১০টার দিকে উপজেলার স্বল্প দশাল এলাকায় নেত্রকোনা-মোহনগঞ্জ রোডে এ দুর্ঘটনা  ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান। 

জানা গেছে, নিহত ব্যক্তির নাম মোফাজ্জল হোসেন (৪০)। তিনি উপজেলা মহাজন পাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।অন্যদিকে আহতরা হলেন, উপজেলা নোয়াগাও গ্রামের হেলিম মিয়া (৩৯), মোসা. রুপা আক্তার (২২), একামনি (২০), আ. হাকিম (৫৫), নারগীস আক্তার (৩৫), মো. নাসির মিয়া (২২) ও উপজেলা গুমুরিয়া গ্রামের বাদশা মিয়া। 

আহত বাদশা মিয়া বলেন, আমি নেত্রকোনা থেকে বারহাট্টায় যাচ্ছিলাম। হঠাৎ দশাল এলাকায় সিএনজিচালিত অটোরিকশা দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়িই বেপরোয়াভাবে চালাচ্ছিলেন  চালকেরা। 

বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক প্রিয়াঙ্কা দাস বলেন, রাত ১০টা ৫০ মিনিটের দিকে ৮ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তাদের মধ্যে মোফাজ্জল হোসেন নামে একজনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি ৭ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক।  তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে  বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বলেন, পুলিশ  তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়েছে। একজন স্পটেই মারা গেছেন। অন্যদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায়  আইনি প্রক্রিয়া চলছে।