ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র এবং ভারতের পতাকা
যুক্তরাষ্ট্র এবং ভারতের পতাকা © সংগৃহীত

ভারতীয় একাধিক ট্রাভেল এজেন্সির মালিক, প্রধান নির্বাহী এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদের বিরুদ্ধে সচেতনভাবে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে সহায়তা করছে বলে অভিযোগ রয়েছে। সোমবার (১৯ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন,‘ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলো প্রতিনিয়ত কনসুলার অ্যাফেয়ার্স ও ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিসের মাধ্যমে অবৈধ অভিবাসন ও মানবপাচারের ঘটনা চিহ্নিত ও রোধে কাজ করে যাচ্ছে।

এতে আরও বলা হয়, “আজ আমরা ভারতীয় কিছু ভ্রমণ সংস্থার মালিক ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করছি, যাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে সচেতনভাবে সহায়তার প্রমাণ রয়েছে। ভবিষ্যতেও মানবপাচার চক্র ভাঙতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।”

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি শুধু অবৈধভাবে প্রবেশের ঝুঁকি সম্পর্কে মানুষকে সতর্ক করতেই নয়, বরং যারা আইন লঙ্ঘন করে তাদেরও জবাবদিহির আওতায় আনার উদ্দেশ্যে প্রণীত। অবৈধ অভিবাসনে সহযোগিতা করা ব্যক্তিরাও এর আওতায় পড়বে।”

যুক্তরাষ্ট্রের প্রশাসন জানায়, আইনের শাসন ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। ভিসা নিষেধাজ্ঞার আওতা হবে বৈশ্বিক এবং এমনকি যেসব ব্যক্তি সাধারণত ভিসা ওয়েভার প্রোগ্রামের অন্তর্ভুক্ত, তারাও এর আওতায় পড়তে পারেন।

এদিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার ভারতীয় নাগরিকদের সতর্ক করে জানিয়ে আসছে, তারা যেন যুক্তরাষ্ট্রে বৈধভাবে নির্ধারিত থাকার মেয়াদ অতিক্রম না করেন। তা করলে তাদের বিরুদ্ধে বহিষ্কার ও ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে বলে সতর্ক করা হয়েছে।