টি-টোয়েন্টিতে অভিষেক নাহিদ রানার, প্রথম ম্যাচে কি আলো ছড়াতে পারবেন?
- ২০ মে ২০২৫, ১২:৫১
বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসার নাহিদ রানা। টেস্ট ক্রিকেটে অভিষেকের পর গোটা ক্রিকেটে বিশ্বেই প্রসংশিত হয়েছেন। বোলিংয়ে একের পর এক চমক জাগিয়েছেন, গতিতে ভড়কে দিয়েছেন বিপক্ষ দলের ব্যাটারদের। টেস্টের পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটও খেলেছেন। এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হলো এই দ্রুতগতি বোলারের।
সোমবার (১৯ মে) সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অভিষেক হয় নাহিদ রানার। টেস্ট ও ওয়ানডে অভিষেকে ভালো করেছিলেন। এবার কি টি-টোয়েন্টি অভিষেকে আলো ছড়াতে পারবেন এই বোলার?
আরও পড়ুন: একাদশে নেই সেঞ্চুরিয়ান ইমন, ব্যাটিংয়ে বাংলাদেশ
এ সংবাদ লেখা পর্যন্ত টস জিতে সফরকারীদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। এর আগে গেল শনিবার একই ভেন্যুতে প্রথম টি–টোয়েন্টিতে স্বাগতিকদের ২৭ রানে হারায় বাংলাদেশ। এতে ১–০ ব্যবধানে সিরিজে এগিয়ে টাইগাররা। ফলে আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে সফরকারীদের।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ডাক পেয়েছিলেন নাহিদ রানা। তবে তখন তার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে খেলা হয়নি। এবার সুযোগ পেয়েছেন, সুযোগ কাজে লাগাতে নিশ্চয় সর্বোচ্চ চেষ্টা করবেন।
২২ বছর বয়সী পেসার নাহিদ এখন পর্যন্ত ৭টি টেস্ট ও চারটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টেস্টে তার সংগ্রহ ২৩ উইকেট। সেরা ৬১ রানে ৫ উইকেট। ওয়ানডেতে পেয়েছেন ৫ উইকেট।