একাদশে নেই সেঞ্চুরিয়ান ইমন, ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-আমিরাত ম্যাচ
বাংলাদেশ-আমিরাত ম্যাচ © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেও টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস জিতে সফরকারীদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। এর আগে, গেল শনিবার একই ভেন্যুতে প্রথম টি–টোয়েন্টিতে স্বাগতিকদের ২৭ রানে হারায় বাংলাদেশ। এতে ১–০ ব্যবধানে সিরিজে এগিয়ে টাইগাররা। ফলে আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে সফরকারীদের।

এদিকে টি–টোয়েন্টি এই সিরিজটি দুই ম্যাচের হওয়ার কথা ছিল। কিন্তু আমিরাত ক্রিকেট বোর্ড জানিয়েছে, একটি বাড়তি ম্যাচ খেলবে তারা। অর্থাৎ সিরিজটি এখন তিন ম্যাচের।

অন্যদিকে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন নেই একাদশে। প্রথম টি–টোয়েন্টিতে ৫৪ বলে ১০০ রানের ইনিংস খেলেন বাঁহাতি এ ওপেনার।

সিরিজ জয়ের লক্ষ্যে এই ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। এছাড়া বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান ও শেখ মেহেদী। একাদশে ফিরেছেন শরীফুল ইসলাম, নাহিদ রানা ও নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম, তানভীর ইসলাম ও নাহিদ রানা।

আরব আমিরাত একাদশ: মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আর্যাংশু শর্মা (উইকেটকিপার), আলিসান শারাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পরাশর, মোহাম্মদ জোহাইর, হায়দার আলী, মুহাম্মদ জাওয়াদউল্লাহ, মতিউল্লাহ খান ও সগীর খান।