টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ নতুন অধ্যক্ষ হারুন অর রশিদ
- ২০ মে ২০২৫, ১২:৫১
গাজীপুর জেলার টংগী এলাকায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন হারুন-অর-রশিদ। আজ সোমবার (১৯ মে) তিনি এ নিয়োগ পান। পাশাপাশি তিনি কলেজটির সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, প্রতিষ্ঠানের দীর্ঘদিনের নানা অব্যবস্থাপনা, প্রশাসনিক দুর্বলতা ও শিক্ষার মানের অবনতির কারণে উদ্বিগ্ন ছিল পুরো এলাকাবাসী। সেই প্রেক্ষাপটে জনাব হারুন-অর-রশিদের দায়িত্ব গ্রহণ প্রাসঙ্গিক ও সময়োপযোগী পদক্ষেপ। তিনি এর আগে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি হিসাবে দুই মেয়াদে দীর্ঘ ছয় বছর দায়িত্ব পালন করেছেন।
নিয়োগ পেয়ে অধ্যক্ষ হারুন-অর-রশিদ বলেন, ‘আমি বিশ্বাস করি শিক্ষার্থীদের ভিত গঠনে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের হারানো গৌরব ফিরিয়ে আনাই আমার প্রধান লক্ষ্য।’
নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরই মধ্যে শিক্ষকদের নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নতির লক্ষ্যে ওই অঞ্চলের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাজী হাসান উদ্দিন সরকারের সাথে মতবিনিময় সভা ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
অধ্যক্ষ হারুন-অর-রশিদের পরিকল্পনার মধ্যে রয়েছে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, বিজ্ঞানাগার আধুনিকীকরণ, শিক্ষা কার্যক্রমে বৈচিত্র্য আনা এবং ছাত্রছাত্রীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা।