চাকসু নির্বাচনসহ সাত দাবিতে চবি ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ 

বিক্ষোভ মিছিল
বিক্ষোভ মিছিল © টিডিসি ফোটো

শতভাগ আবাসন, চাকসু নির্বাচন, ও ফ্যাসিবাদের দোসরদের বিচারসহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নেতাকর্মীরা। আজ সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১২টায় চাকসুর সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি প্রশাসনিক ভবন হয়ে শহিদ মিনার অতিক্রম করে জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

বিক্ষোভ মিছিলে সংগঠনটির নেতাকর্মীরা ‘শিবিরের অপর নাম, আদর্শের সংগ্রাম, এই ক্যাম্পাসের একক বীর, ইসলামী ছাত্রশিবির, ‘আমার তোমার অধিকার, চাকসু, চাকসু’, ‘জনে জনে খবর দে, সেশন জটের কবর দে’, জুলাইয়ের প্রশাসন, দাও শতভাগ আবাসন’, ‘চবি শিবিরের কয় দফা, সাত দফা সাত দফা’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, ড. ইউনূস বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এসেছিল, কিন্তু এই সুশীল-এনজিও মার্কা প্রশাসন তার কাছ থেকে কোন কিছুই আদায় করতে পারে নাই। ফ্যাসিবাদের সহযোগীরা এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনে রয়েছে। তারা আমার ভাই মুজাহিদ-মাসুদকে কুপিয়ে হত্যা করেছে। মামুনকে জবাই করে এবং জোবায়েরকে গুলি করে হত্যা করেছে। আমরা তাদের দ্রুত বিচার দাবি করছি।

শাখা ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মুহাম্মদ ইব্রাহিম বলেন, চবি শিবিরের সাত দফা শুধু আমাদের নয়, এগুলো প্রতিটি চবিয়ানদের প্রাণের দাবি। শিক্ষার্থীদের দাবি দ্রুত পূরণ করতে হবে। আমরা ভেবেছিলাম জুলাইয়ের রক্তের প্রশাসন শিক্ষার্থীদের অধিকারগুলো পূরণ করবে, কিন্তু তারা কিছু কাজ করলেও অনেককিছুই পূরণ করেননি। আমরা এতদিন শুধু দেখেছি, রাজপথে এখন সিদ্ধান্ত হবে।

আরো পড়ুন: সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাব প্রত্যাখ্যান তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মুহাম্মদ ইব্রাহিম রনিসহ অনেকে। 

সাত দফা দাবিগুলো হলো-  শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে এবং আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত অনাবাসিক সকল শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদান করতে হবে, সকল বিভাগ ও ইনস্টিটিউটে অনতিবিলম্বে সেশনজট নিরসন এবং শিক্ষার আধুনিকায়ন নিশ্চিত করতে হবে, পর্যাপ্ত ও নিরাপদ যাতায়াত সুবিধা নিশ্চিত করতে হবে, অনতিবিলম্বে চাকসু নির্বাচন দিতে হবে, দ্রুত সময়ের মধ্যে টিএসসি স্থাপন ও সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ। 

এছাড়াও কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ এবং আবাসিক হল ও অন্যান্য স্থাপনাসমূহ সংস্কার করতে হবে, জুলাই বিপ্লব ও ফ্যাসিবাদী শাসনামলে শিক্ষার্থীদের নির্যাতনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার এবং জড়িত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের চাকরিচ্যুত করতে হবে এবং বিগত ফ্যাসিবাদী শাসনামলে অবৈধ নিয়োগের সাথে জড়িত সকলের বিচার এবং নিয়োগপ্রাপ্তদের চাকরিচ্যুত করতে হবে বলে দাবি জানান তারা।