সিটি ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮ ও ১৯তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা
- ২০ মে ২০২৫, ১৪:০৭
সিটি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮ ও ১৯ তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল অডিটরিয়ামে জাঁকজমকপূর্ণ এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান। তিনি বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের জীবনের পরবর্তী অধ্যায়ে সাহস, নিষ্ঠা ও পেশাগত দক্ষতা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আন্তরিক শুভকামনা জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী শাহাদাৎ কবির। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অবদান, শিক্ষার্থীদের সাফল্য ও বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির নানা দিক তুলে ধরেন।
এ আয়োজনে অংশগ্রহণ করেন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা এবং বর্তমান শিক্ষার্থীরা। অনুষ্ঠানজুড়ে ছিল বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণ, সম্মাননা ক্রেস্ট প্রদান, শুভেচ্ছা উপহার, সাংস্কৃতিক পরিবেশনা এবং এক বিদায়ী আপ্যায়নের অনন্য আয়োজন।