চাকরিতে পুনর্বহালের দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে অব্যাহতিপ্রাপ্ত এসআইদের মানববন্ধন
- ২০ মে ২০২৫, ১২:৫১
চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করছেন বাংলাদেশ পুলিশের ৪০ তম ক্যাডেট ব্যাচের অব্যাহতি প্রাপ্ত শতাধিক সাব-ইন্সপেক্টর (এসআই)। সোমবার (১৯ মে) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় তাদের হাতে ‘এক বছরের পরিশ্রম, বৃথা কেন জানতে চাই’, ‘দাবি মোদের একটাই, চাকরি পুনর্বহাল চাই’, ‘রাষ্ট্রের বোঝা নয়, সেবক হতে চাই’, ‘বেতন ছাড়া ৩৬৫ দিন, আমার চাকরি ফিরিয়ে দিন’, ‘লাল সবুজের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে উপস্থিত অব্যাহতিপ্রাপ্ত এসআইরা জানান, দীর্ঘ এক বছর প্রশিক্ষণ গ্রহণ করার পর শৃঙ্খলাভঙ্গের মতো অযৌক্তিক ও মিথ্যা অভিযোগে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। চাকরি ফিরে পেতে চলতি বছরের ৫ ও ৬ জানুয়ারি সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন তারা। কিন্তু এখন পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হয়নি। তাই তারা আবার আন্দোলনে নেমেছেন।
এ সময় তারা সারদায় প্রশিক্ষণ নেওয়া এসআইদের সঙ্গে একযোগে পোস্টিং দেওয়ার দাবি জানান।
এর আগে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চার ধাপে ৩২১ জন প্রশিক্ষণপ্রাপ্ত এসআইকে অব্যাহতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। অব্যাহতি পাওয়ার পর থেকে চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন তারা।