উত্তরা ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ‘অ্যালামনাই রিইউনিয়ন-২০২৫’ অনুষ্ঠিত

উত্তরা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ‘অ্যালামনাই রিইউনিয়ন’
উত্তরা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ‘অ্যালামনাই রিইউনিয়ন’ © টিডিসি

উত্তরা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘অ্যালামনাই রিইউনিয়ন ২০২৫’। শুক্রবার (১৬ মে) প্রাক্তন শিক্ষার্থী,  শিক্ষক এবং বিশেষ অতিথিদের মিলনমেলায় আনন্দঘন পরিবেশে মুখর ছিল ক্যাম্পাস।     

অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. শাহ আহমেদ। তিনি প্রাক্তনদের স্বাগত জানিয়ে তাদের অবদানের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও সক্রিয় সম্পৃক্ততার আহ্বান জানান। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী। তিনি অ্যালামনাইদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এরপর বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মাহিউদ্দিন।

এ সময় আরও বক্তব্য রাখেন  বিভাগের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা শিক্ষাজীবনের স্মৃতিচারণা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলেন। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। তিনি তার বক্তব্যে অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণ ও বিশ্ববিদ্যালয় পরিবারের সঙ্গে তাদের অটুট সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। 

আলোচনা অনুষ্ঠানের শেষ অংশে অতিথি, অংশগ্রহণকারী ও আয়োজকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর ইন-চার্জ মোহাম্মদ আলী।   

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে খাবার পরিবেশনের সাথে আয়োজন করা হয় খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া, সন্ধ্যায় আয়োজন করা হয় এক জমকালো মেগা কনসার্ট। যেখানে পারফর্ম করেন মিজান অ্যান্ড ব্রাদার্স। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে অফিস অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ও অফিস অব পাবলিক রিলেশন্স এবং আয়োজনে ছিল অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স।