গভীর রাতে গাড়িচাপায় প্রাণ হারালেন দুই পথচারী

পথচারীকে চাপা দেওয়া ঢাকাগামী আইকনিক পরিবহনের বাস
পথচারীকে চাপা দেওয়া ঢাকাগামী আইকনিক পরিবহনের বাস © টিডিসি ফটো

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় গভীর রাতে গাড়িচাপায় দুজন নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম। রোববার (১৮ মে) মধ্যরাতে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, আব্দুল মালেক (৩৫) ও জাফর আলম (৫৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রাস্তার মাথা ও চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া রাস্তার মাথায় পৃথক সড়ক দুর্ঘটনায় তারা মারা যান।

আরও পড়ুন: ‘লংমার্চ টু ইউজিসি’ বাস্তবায়নে বাসযোগে ঢাকায় ডিজিটাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা 

এর মধ্যে জাফর আলম ঢাকাগামী আইকনিক পরিবহনের বাসচাপায় মারা যান। আর আব্দুল মালেক মারা যান কাভার্ড ভ্যানের চাপায়। চকরিয়া থানার ওসি বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।