ম্যানসিটিকে হারিয়ে ১২০ বছরে প্রথম শিরোপা জয় ক্রিস্টাল প্যালেসের
- ২৬ মে ২০২৫, ০১:০৩
এফএ কাপের ফাইনালেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি ম্যানচেস্টার সিটি। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ১-০ গোলের পরাজয়ে হতাশা নিয়েই মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। এতে ১২০ বছরের ইতিহাসে প্রথম মেজর কোনো শিরোপা জিতল দলটি।
শনিবার রাতে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই গোলের সন্ধানে একের পর এক আক্রমণ চালাতে থাকে ম্যানচেস্টার সিটি। শক্তি আর সামর্থ্য বিবেচনায় দ্রতই সেই সুযোগ পেয়েছিল সিটিজেনরা। কিন্তু ম্যাচের পঞ্চম মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন আর্লিং হল্যান্ড।
ক্রিস্টাল প্যালেসও ছেড়ে কথা বলেনি। সুযোগ পেয়ে স্রোতের বিপরীতে ম্যাচের ১৬তম মিনিটে ম্যানসিটির জালে গোল দেন এবেরিসি এজে। এরপর শুরু হয় প্যালেসের রক্ষণ সামলানোর মহড়া। ওই পরীক্ষায় উতরেও গেছে দলটি।
এর মধ্যে ৩৩তম মিনিটে ডি-বক্সে সিলভা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। ঝাঁপিয়ে পড়ে হল্যান্ডের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। আর লিড নিয়েই বিরতিতে যায় প্যালেস।
বিরতি থেকে ফেরার পর ৫৭তম মিনিটে মুনোসের নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করে উল্লাসে মেতেছিল প্যালেস। তবে ভিএআর দেখে রেফারি অফসাইডের বাঁশি বাজালে বেঁচে যায় সিটিজেনরা। এরপর ইনজুরি টাইমেও সিটি সমতায় ফিরতে ব্যর্থ হওয়ায় শেষমেশ ১২০ বছরের ইতিহাসে প্রথম শিরোপা উদযাপনে মাতে ক্রিস্টাল প্যালেস।
এই জয়ে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলার টিকিট পেয়েছে প্যালেস। অন্যদিকে ২০১৬-১৭ পর এই প্রথম কোনো মৌসুমে শূন্য হাতে ফিরল পেপ গার্দিওয়ালার শিষ্যরা। গেলবারও নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানইউর কাছে এফএ কাপ ফাইনাল হেরেছিল সিটিজেনরা।